ফেসবুক একাউন্ট টিপস Facebook account tips
ফেসবুক একাউন্ট টিপস
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছ?? আমি প্রথমে টিপস রিলেটেড পোস্ট করতেছি। আপনারা কি জানেন আমরা সবাই যে ফেসবুক ব্যবহার করি। সেই ফেসবুক একাউন্ট লগ ইন করার পদ্ধতি আমি চারটি পেয়েছি।
১। ফোন নাম্বার ও পাসওয়ার্ড।
২। জিমেইল ও পাসওয়ার্ড।
যদি আপনার একাউন্টে জিমেইল যুক্ত করা থাকে সেই জিমেইল ও পাসওয়ার্ড
দিলে লগ ইন হবে।
৩। ইউজারনেম ও পাসওয়ার্ড।
ইউজারনেম default থাকেনা।যুক্ত করে নিতে হয়। সেটা মেসেঞ্জার, ক্রোম দিয়ে করা যায়।
ইউজারনেম ও পাসওয়ার্ড দিলে লগ ইন হবে।
৪। শেষে আমি যেটা পেয়েছি সেটা খুব ইউনিক। আপনারা জানেন প্রত্যেকটা ফেসবুক একাউন্টের লিংক রয়েছে যেটা কারো সাথে মিলেনা। এই লিংকের শেষে কারো ইউজারনেম খাকে কারো কয়েকটা নাম্বার থাকে। এই নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন হবে। আপনি যদি দেখতে চান তাহলে আপনার ফেসবুক একাউন্ট ক্রোম ব্রাউজারে লগ ইন নিতে হবে তারপর আপনার প্রফাইলে যান দেখতে পাবেন এড্রেস বারে লিংক এসেছে এটাই আপনার ফেসবুক একাউন্টের নাম্বার অথবা আপনার প্রফাইলে এসে থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচের দিকে দেখতে পারেন।
ধন্যবাদ সবাইকে আপনাদের আরো অনেক কিছু ধীরে ধীরে জানাব। অনলাইনে যেকোনো বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন। আর আপনাদের যদি আমার পোস্ট ভালো লাগে তাহলে আমার ব্লগ ওয়েবসাইটে কয়েকটা এ্যাড রয়েছে এ্যাডগুলোকে ক্লিক কইরেন।
No comments